17 May, 2025
BY- Aajtak Bangla
চুলের সমস্যায় ভুগছেন না এমন মানুষের সংখ্যা খুবই কম।
চুল পড়া থেকে শুরু করে পাতলা হয়ে যাওয়া চুল, এইসব সমস্যা থেকেই যায়।
আর যাঁদের চুল পড়তে পড়তে পাতলা হয়ে গিয়েছে তাঁদের তো দুর্ভোগের শেষ নেই।
তবে এর সমাধান আছে বাড়িতেই। নারকেল তেল আর সস্তার এক পাতাতেই পাবেন ঘন চুলের বাহার।
নারকেল তেলের সঙ্গে একটি পাতার রস মিশিয়ে চুলে লাগালেই মিলবে উপকার। কোন পাতা জানেন?
নারকেল তেলের সঙ্গে কারিপাতার রস মিশিয়ে চুলে মাখতে পারেন আপনি। চুল ঘন হবে এবং চুল পড়ার সমস্যাও কমবে।
নারকেল তেল আদপেই চুলের গোড়ায় গিয়ে পুষ্টি জোগায়। এতে উপস্থিত ফ্যাটি অ্যাসিড, অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান মাথার ত্বক পরিস্কার করে।
মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে নারকেল তেল। এর ফলে চুলের বৃদ্ধি অনেক বাড়ে, দুর্বল চুল আরও মজবুত হয়।
সপ্তাহে ২-৩ বার মাথার ত্বকে এই নারকেল তেল ও কারিপাতার রসের মিশ্রণ লাগিয়ে ম্যাসাজ করে কমপক্ষে ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলতে হবে।
অথবা রাতে মেখে আপনি ঘুমিয়েও পড়তে পারেন এতে এই মিশ্রণটি সারা রাত চুলে লাগানো থাকবে।