04 SEPTEMBER 2025
BY- Aajtak Bangla
গভীর ঘন কালো চুল চাইলে এখনই এই ট্রিকটি কাজে লাগান। এই কাঁটা গাছেই পাবেন সমাধান।
তারপরও অনেকেই চুল পড়া, খুশকি, যাদের চুলের বৃদ্ধি ধীর, শুষ্ক এবং পাতলা চুলের মতো সমস্যায় ভোগেন। কিন্তু জানেন কী নারকেল তেলে বিশেষ কাঁটা গাছের জেল লাগালে সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
এমন একটি কাঁটা গাছ অ্যালোভেরা। নারকেল তেলে অ্যালোভেরা জেল চুলে লাগালে চুল সংক্রান্ত প্রায় সব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়?
কিন্তু প্রায়ই মানুষের মনে এই প্রশ্ন জাগে, কীভাবে চুলের স্বাস্থ্য ভালো রাখতে অ্যালোভেরা এবং নারকেল তেল লাগাবেন, যাতে চুল সবথেকে বেশি উপকার পায়।
যা করতে হবে তা হল রাতে ঘুমানোর আগে প্রয়োজন অনুযায়ী নারকেল তেল এবং তারপর এক কাপে ২ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। চাইলে প্রথমে নারকেল তেলও গরম করে নিতে পারেন। দুটোই ভালো করে মেশান। চুলে লাগিয়ে সারারাত রেখে দিন।
তবে চুল ধোয়ার ৪ ঘণ্টা আগেও চুলে লাগাতে পারেন। কিন্তু রাতভর লাগালে বেশি উপকার পাওয়া যায়। চুল ধোয়ার জন্য সবসময় হালকা এবং কেমিক্যাল মুক্ত শ্যাম্পু ব্যবহার করুন।
অ্যালোভেরা এবং নারকেল তেল এভাবে সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলে চুলে আশ্চর্যজনক উপকার পাওয়া যাবে। একমাস পর ফল দেখবেন।