26 August, 2024

BY- Aajtak Bangla

চুল হবে কয়লার চেয়ে কালো, ৬০ হোক বা ৭০ এই জিনিসেই হবে কামাল

নানা কারণে মানসিক চাপে, খাওয়াদাওয় এবং দূষণ চুলের শত্রু। এসব কারণে মানুষের চুল দ্রুত পাকতে শুরু করে।

প্রাকৃতিক ঘরোয়া প্রতিকারে মাথার ত্বকের ছিদ্রগুলিকে বন্ধ করে। রক্ত সঞ্চালন বাড়বে। ২ মাসেই গোড়া থেকে পাকা চুল হবে কালো। 

উপকরণ- পান পাতা, তুলসী পাতা, কফি পাউডার, চা পাতা, কলো জিরে, আমলা পাউডার ও জবা ফুলের পেস্ট।

পান, তুলসী পাতা, কফি পাউডার, চা পাতা এবং কলো জিরেতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্ল্যাভোনয়েড। যা চুল কালো করে।

চা পাতা এবং কফি পাউডার একসঙ্গে চুলের রঙ এবং কোলাজেন বাড়ায়।

৪ কাপ জলে পান পাতা, তুলসী পাতা,কফি গুঁড়ো, চা পাতা এবং কলো জিরে মিশিয়ে গরম করুন।

জল ফুটতে ফুটতে যেন ২ কাপ হয়ে যায়। এবার জল ছেঁকে নিন।

জল ছেঁকে নেওয়ার পর আমলা গুঁড়ো দিন। এবার আমলা পাউডার, জবা ফুলের পেস্ট  ও দই দিয়ে মিশিয়ে নিন।

রাতভর এই প্রাকৃতিক হেয়ারপ্যাক রেখে দিন। সকালে উঠে চুল লাগান।  

চুলে লাগানোর পর ৪০ মিনিট রেখে দিন। তারপর স্বাভাবিক জল দিয়ে চুল ধুয়ে ফেলুন।