BY- Aajtak Bangla
4 JULY, 2024
এই সমস্যায় আপনিও পড়লে, রইল সহজ সবাধান। এই টিপসে কোন টাকা খরচা না করেই চুল কালো এবং ভাল থাকবে দিনের পর দিন।
চা তো রোজ সন্ধ্যেবেলা খান। একদিন মাথায় লাগিয়ে দেখুন কাজ দেবে। জলের মধ্যে ২ চামচ চা পাতা দিয়ে ফুটিয়ে নিন।
এবার ঠান্ডা হওয়ার অপেক্ষা করুন। মাথায় লাগিয়ে ধুয়ে নিন। চুল কালো হতে বাধ্য।
আমলকী ভিটামিন সি-তে সমৃদ্ধ। যা আপনার চুল কালো রাখে। তিন টেবিল চামচ আমলকী পাউডার, হেনা পাউডার এবং ১ টেবিল চামচ কফি পাউডার একসঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন।
এবার মাথায় মেখে কিছুক্ষণ রেখে, শ্যাম্পু করে নিন। চুল মজবুত হবে।
নারকেল তেলের মধ্যে কারিপাতা দিয়ে ফুটিয়ে সেই তেল মাখলে আরও বেশি উপকারী হবে। পাকা চুল থাকবে না এবং চুল পরার সমস্যাও মিটবে।
ঝিঙে খুবই সহজলভ্য একটি সবজি। নারকেলের সঙ্গে ঝিঙে মিশিয়ে চুলে ম্যসেজ করুন। এক ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। চুন ঘন এবং কালো হবে।
পেঁয়াজ চুলের জন্যে বেশ উপকারী। ২ বড় সাইজের পেঁয়াজ বেটে চুলে মাখুন। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। চাইলে শ্যাম্পু করতে পারেন।
চুল ভাল থাকবে এবং অকালে চুল পেকে যাবে না। টানা কয়েক দিন ব্যবহার করুন। হাতে নাতে ফল পাবেন।