07 May, 2024

BY- Aajtak Bangla

মাত্র ৫ টাকাতেই খুসকিকে 'টাটা' বলুন, চুল হবে সিল্কি, ঘন

খুসকির সমস্যায় অনেকেই জেরবার হন। শীতে এই সমস্যা বাড়ে। 

শীতে বাতাসের আর্দ্রতা কমে যায় বলে খুসকি আরও বেশি বৃদ্ধি পায়। 

আজ একটি ট্রিক জানতে পারবেন। শ্যাম্পু করার দিন এটি ট্রাই করে দেখতে পারেন। 

প্রথমে স্ক্যাল্পে লেবুর রস নিয়ে তা ম্যাসাজ করুন। প্রথমবার করলে লেবুর রস একটু পাতলা করে নেবেন। ৫ টাকার ছোট্ট একটি লেবুই যথেষ্ট।

এরপর ১ ঘণ্টা রেখে দিন। লেবুর অ্যাসিডিক ফর্মুলা খুসকিতে ত্বক থেকে তুলে নিতে সাহায্য করে। এরপর ফের স্ক্যাল্পে নারকেল তেল ম্যাসাজ করুন।

তেল ম্যাসাজ করার পর আরও ১ ঘণ্টা অপেক্ষা করুন। তেল চুলের গোড়ায় টেনে যেতে দিন। 

এরপর শ্যাম্পু দিয়ে স্নান করুন। কোনও সালফেট বিহীন শ্যাম্পু ব্যবহার করবেন। 

শ্যাম্পুর সময়ে আলতো হাতে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। শ্যাম্পুর পর অনেক জল দিয়ে ভাল করে ধুয়ে নিন। 

শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করতে পারলে সবচেয়ে ভাল হয়। নয় তো অল্প, কয়েক ফোঁটা নারকেল তেল নিয়ে চুলে আলতো হাতে মাখিয়ে নিন।