26 September,, 2024

BY- Aajtak Bangla

নারকেল তেলের সঙ্গে মাথায় লাগান এই খাওয়ার জিনিস, চুল ঝরবে না

চুল ঝরে যাওয়ার সমস্যায় অনেকে ভোগেন। বাজার থেকে সেজন্য বিভিন্ন জিনিসও কেনেন।

তবে বাড়িতেই খুব সহজে চুল পড়া রোধ করা যায়। সেজন্য বাড়তি কোনও খরচও হয় না।

চুল পড়া আটকানোর জন্য পাকা কলা ও দইয়ের হেয়ার প্যাক খুব উপযোগী। 

সেজন্য একটা পাকা কলা, দু চামচ একসঙ্গে ফেটিয়ে নিতে হবে। তারপর তা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে।

ছাঁকার পর তার সঙ্গে মেশাতে হবে নাপকেল তেল। এই প্যাকটা চুলে লাগিয়ে রাখতে হবে ৩০ থেকে ৪৫ মিনিট। 

এবার অ্যালোভেরা গাতার পাতার রস বের করে তার সঙ্গে মিশিয়ে নিতে হবে শ্যাম্পু।

সেই শ্যাম্পু মাথায় লাগাতে হবে। ভালো করে শ্যাম্পু করতে হবে। 

তাহলেই চুল হবে ঘন ও চুল পড়া আটকে যাবে। চুল হবে সিল্কিও। 

সপ্তাহে ২ দিন এভাবে হেয়ারপ্যাক লাগিয়ে যদি শ্যাম্পু করা যায় তাহলে চুল গোঁড়া থেকে মজবুত হবে।