12 December, 2023

BY- Aajtak Bangla

চুল একমাসে কোমর ছোঁবে, মাথায় লাগান ১ চমৎকারী পাতা

চুলের ঔজ্জ্বল্য ধরে রাখতে মাসে মাসে পার্লার ছোটার দরকার নেই।

বাড়িতে যদি থাকে চা পাতা,  তাতেই অতুলনীয় উপকার পাবেন। 

অনেকেই চুল পড়ার সমস্যায় পড়েন এবং এটি আজকাল আরও সাধারণ হয়ে উঠছে।

চুল মজবুত করতে এবং অন্য সব সমস্যা দূর করতে চুলে অনেক কিছু লাগিয়ও কোনও কাজ হয় না?

চা পাতা লাগালে চুলের জন্য  খুবই উপকারী।

চা পাতার জল দিয়ে চুল ধুলে চুল ঝকঝকে হয়।

এতে অ্যান্টিসেপটিক, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্টের মতো উন্নত বৈশিষ্ট্য পাওয়া যায়।

এর ফলে চুলও কালো হয় এবং লম্বা হয়।

চা পাতার জল দিয়ে চুল ধুলে তা চুলের কন্ডিশনার হিসেবে কাজ করে। চা পাতার সঙ্গে মেহেন্দিও লাগাতে পারেন। এছাড়াও চায়ের সঙ্গে অ্যালোভেরা মিশিয়ে চুলে লাগাতে পারেন।