BY- Aajtak Bangla

নারকেল তেলে ফোটান এই ফুল, কুচকুচে কালো চুলের বাগান হবে মাথায়

13 May  2024

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুল পড়তে থাকে। আবার অনেক অল্পবয়সিরাও চুল পড়ার সমস্যায় ভোগেন।

আবার কারও অল্প বয়সেই মাথায় টাক পড়ে যায়। কারও আবার চুল পেকে যায়।

চুলের সমস্যা থেকে রেহাই পেতে তাই অনেকেই বাজারের নানা শ্যাম্পু, তেল ব্যবহার করেন। তবে তার তেমন ফল পাওয়া যায় না।

ঘরে নারকেল তেলের সঙ্গে এই ফুল মিশিয় ফোটালে রাতারাতি উপকার পাবেন। . .

বিশেষজ্ঞদের মতে, জবা ফুল আমাদের চুলের জন্য খুব উপকারী।

 কড়াইয়ে নারকেল তেল গরম করে তাতে ২টো জবা ফুল ফোটান। এতে মেথি বীজ এবং পেঁয়াজও দিন।

১০ মিনিট এভাবে ফোটানের পর নামিয়ে নিন। ঠান্ডা হলে ছেঁকে নিন তেলটা।

 তারপরে ওই তেল মাথায় ভাল করে মাসাজ করুন। সপ্তাহে ২-৩ বার এই তেল লাগালে চুলের যাবতীয় সমস্যা মিটবে। টাকেও গজাবে কালো চুল।