04 May, 2024
BY- Aajtak Bangla
চুল পড়া এবং টাক পড়া বর্তমান সময়ে এমন একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে অনেকেই এর লড়াই করছেন।
কখনও কখনও এর কারণও হতে পারে দূষণ এবং অতিরিক্ত রাসায়নিক পণ্যের ব্যবহার। সেই সঙ্গে শরীরে কিছু পুষ্টির অভাবও এর কারণ হতে পারে।
তাই বাড়িতেই হেয়ার টনিক তৈরি করে চুলে লাগাতে পারেন, যা শুধু চুলের বৃদ্ধিতেই সাহায্য করবে না বরং চুল কালো, ঘন ও লম্বা করতেও সাহায্য করবে। সবচেয়ে ভালো ব্যাপার হল আপনি রান্নাঘরে থাকা জিনিস দিয়েই তৈরি করতে পারেন। এর জন্য বাজারে গিয়ে পণ্য আনতেও হবে না।
জানুন ঘরেই এই টনিক তৈরির রেসিপি। চুলের বৃদ্ধির জন্য ঘরেই তৈরি করুন হেয়ার টনিক।
উপকরণ কারি পাতা মেথি ভাত কালোজিরের বীজ আমলকি
এবার এক চামচ কালোজিরে, আমলকি, মেথি, চাল এবং কারিপাতা একসঙ্গে জলে মিশিয়ে প্যানে ঘুরিয়ে গ্যাসে গরম করে ১০ মিনিট ভালো করে ফুটিয়ে নিন। এবার এই জল ফিল্টার করে আলাদা করে নিন।
এই হেয়ার টনিকটি আপনার চুলের গোড়ায় ভালোভাবে লাগান এবং ৩০ মিনিট রেখে দিন। সপ্তাহে দু'বার চুলে এই টনিক লাগাতে হবে।
১ মাসের মধ্যে, এটি আপনাকে চুলের বৃদ্ধি বাড়ানোর পাশাপাশি তাদের কালো, ঘন এবং লম্বা করতে সাহায্য করবে। শ্যাম্পু হিসেবেও এই হেয়ার টনিক ব্যবহার করতে পারেন। এর জন্য এতে শ্যাম্পু মিশিয়ে শুধুমাত্র এই টনিক দিয়ে চুল ধুয়ে ফেলুন।