12 SEPTEMBER 2025

BY- Aajtak Bangla

ঘন চুল পেতে কতবার ন্যাড়া হওয়া জরুরি? জেনে রাখা জরুরি

ঘন চুল পেতে হলে ন্যাড়া হওয়া কি আদৌ প্রয়োজন? অনেকেরই অজানা।

এমনকী বেশি বয়সেও অনেকে নিয়মিত মাথা কামান। তাঁরা মনে করেন, এতে চুলের ঘনত্ব দ্বিগুণ হয়ে যায়। এই কথাটি কি ঠিক?

আবার অনেকে জন্মের ১৮ মাসের মাথায় চুল কামিয়ে ফেলেন। এতে চুল ঘন হয়। কিন্তু সত্যিই কি ন্যাড়া হলে ভালো চুল গজায়? 

বৈজ্ঞানিক ভিত্তি অনুযায়ী, জন্মের সময় শিশুর মাথায় যে চুল থাকে, তা সাধারণত পাতলা ও নরম হয়। এই চুল এমনিতেই ঝরতে থাকে আর নতুন চুল গজায়। 

আসলে বাচ্চাদের চুল ঘন হবে নাকি পাতলা তা নির্ভর করে বাবা-মা ও পরিবারের জিনের ওপর।

এমনকি বড়দের বয়স বাড়লে অনেকেরই টাক পড়তে থাকে। মনে করা হয়, চুলে পুষ্টির অভাব বা হরমোনের বদল হলে চুল পড়া বাড়ে। এছাড়া, টেনশন, ডিপ্রেশন তো আছেই। 

তবে ন্যাড়া হলে মোটেই চুল বেশি ঘন হয় না। তবে আগা ছাটলে স্প্লিট এন্ডসের সমস্যা কমতে পারে।

আসলে ন্যাড়া হওয়ার পর চুল একেবারে ছোট থাকেলে তখন মাথায় হাত দিলে মনে হয় চুল ঘন হয়েছে। 

তাই ন্যাড়া হলেই যে মাথাভরা চুল পাওয়া যায় এই বিশ্বাস আজই ভেঙে ফেলুন।