9 May, 2025
BY- Aajtak Bangla
প্রত্যেক মরশুমেই চুল নিয়ে কোনও না কোনও সমস্যা আমাদের দেখা দেয়।
চুল পড়া, খুশকি, রুক্ষ হয়ে যাওয়া চুল এই ধরনের একাধিক সমস্যা দেখা দেয়।
আর এই কারণে স্যাঁলোতে গিয়ে দামি দামি চুলের ট্রিটমেন্ট করে থাকেন।
তবে এইসব দামি ট্রিটমেন্ট চুলের জন্য ক্ষতিকর। তবে ঘরোয়া কিছু প্রতিকারেই পেতে পারেন ঘন চুল।
চাল কুমড়োতে অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান থাকায় এটি পেট এবং অন্ত্রের ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে।
চায়ের জল খুবই কার্যকর চুলের জন্য। ক্যাফিন, ট্যানিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ চায়ের জল চুলকে গোড়া থেকে মজবুত করে এবং চুল পড়া রোধ করে।
কীভাবে ব্যবহার করবেন চুলে চায়ের জল, আসুন জেনে নেওয়া যাক।
চায়ের জল বাড়িতে তৈরি করা খুবই সহজ। এর জন্য প্রথমে জল ফুটিয়ে নিন আর সেই জলে দু চামচ চা পাতা দিন।
এবার ওই জলে ৫-৭ মিনিট পর্যন্ত ফোটান। পুরো ঠান্ডা হতে দিন।
এরপর চুলে সালফেট ফ্রি শ্যাম্পু মেখে নিন। এরপর চায়ের যে জলটা তৈরি করেছিলেন, ওটা দিয়ে ভাল করে ম্যাসাজ করুন।
ম্যাসাজের পর ২০-৩০ মিনিট তা রেখে দিন। এরপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। কোনও কন্ডিশনার বা শ্যাম্পু ব্যবহার করবেন না।
কোনও এসেনশিয়াল অয়েলের সঙ্গে চায়ের জল স্ক্যাল্পে মেখে নিয়ে ম্যাসাজও করতে পারেন।