05 APRIL 2025

BY- Aajtak Bangla

পাঁচমেশালি এই তেলেই পাঁচগুণ বাড়বে চুল, টাক ভরে ভোল বদলে যাবে

চুল উঠে কপাল চওড়া হওয়ার দিন শেষ। এবার টাক ভরাতে বাড়িতেই বানান পাঁচমেশালি তেল। টাকের টিকিটুকু থাকবে না।

এই সমস্যার সমাধান সঙ্গে সঙ্গে করা উচিত, ফেলে রাখা উচিত নয়।

টাকে ঢাকতে অনেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলেন। হেন কোনও প্রোডাক্ট নেই তাঁরা ব্যবহার করেন না।

এসব ছাড়ুন, বাড়িতে তৈরি কিছু জিনিস টাকে লাগান, চুলের চাষ হবে মাথায়।

এর জন্য বাড়িতে থাকা পাঁচটি জিনিস নিয়ে নিন। 

উপকরণ মেথি কালো জিরে পেঁয়াজ কুচি পেঁয়াজের খোসা আমলকি নারকেল তেল

প্রথমে মেথি, কালো জিরে ও আমলকি ব্লেন্ড করে নিন। এবার একটি কড়াইতে নারকেল তেল ঢেলে নিন। এর মধ্যে পেঁয়াজ কুচি ও পেঁয়াজের খোসা দিন। 

এটি দিয়ে ভালো করে জ্বাল দিন যতক্ষণ না পেঁয়াজ বাদামী হচ্ছে। এরপর ঠান্ডা হলে এটি ছেঁকে কাঁচের বোয়ামে তুলে স্টোর করে রাখুন। এই তেল ব্যবহার করার সময় একটু গরম করে নেবেন।

সপ্তাহে তিনদিন এটি লাগান। টাক তো ভরবেই, চুলও চকচক করবে। এছাড়া, টাকে পান বাটা লাগালেও চুলে পরিপূর্ণ হবে।