BY- Aajtak Bangla
4th June 2024
চুল পড়ার সমস্যা নিয়ে কম বেশি কলেই ভোগেন। সারাদিনে ৫০-১০০টা চুল পড়তেই পারে। আবার সেই জায়গায় নতুন চুলও গজিয়ে যায়।
কিন্তু সমস্যা দেখা যায় তখনই, যখন চুল পড়ার পর আর নতুন করে চুল ওঠে না। আর টাক পড়ে যায়।
এই চুল পড়া বন্ধ করার জন্য নানা পদ্ধতি মেনে চলি। তবে কিছু ঘরোয়া উপায় মেনে চললে নতুন চুল খুব তাড়াতাড়ি গজাবে।
বাজারে খোঁজ করলেই পেয়ে যাবেন ব্রাহ্মী শাক। এই শাক নিয়মিত খান। এবং বেটে চুলের গোড়ায় রস লাগান। কাজ দেবে চটজলদি।
ভৃঙ্গরাজ-এর পাতা বেটে চুলের গোড়ায় লাগান। এতে চুল বড় হবে। এবং বাড়বে চুলের ঘনত্বও।
রোজ সকালে খালি পেটে আমলকি খান। চুলের স্বাস্থ্য সতেজ রাখতে এর থেকে ভাল কিছু নেই। কমবে চুল পড়াও।
খুশকি, টাক পড়া থেকে বাঁচতে সপ্তাহে কম করে দু'দিন মেথি বেটে চুলের গোড়ায় লাগান।
আগের দিন রাতে মেথি ভিজিয়ে রাখুন। পরের দিন তা বেটে মাথায় লাগান। মেথি ভেজানো জল খেতেও পারেন। মিলবে উপকার।
পেঁয়াজের রস মাথায় লাগালে নতুন চুল উঠবে। এছাড়া চুলও ভাল রাখে পেঁয়াজের রস। তাই নিয়মিতভাবে পেঁয়াজের রস লাগান।