09 NOVEMBER 2024
BY- Aajtak Bangla
টাক ঢাকতে বাপ এই ফলের পাতা। অনেকে জানেন, আবার অনেকে জানেন না কিংবা জেনেও ব্যবহার করেন না।
কিন্তু মনে রাখবেন, চুল ঝরে টাক পড়লে তা নির্মূল করতে কিছু টোটকা করতেই হবে।
বাজারে হাজার হাজার টাকার কেমিক্যাল প্রোডাক্ট ছেড়ে এই পাতা তেলে দিয়ে লাগিয়ে দেখুন। দুর্দান্ত ফল।
পেয়ারা স্বাদ এবং স্বাস্থ্য উভয় ক্ষেত্রেই পরিপূর্ণ, তাই এটি অনেকের প্রিয় ফল। তবে এর পাতাও ঔষধি গুণে পরিপূর্ণ।
স্বাস্থ্যের পাশাপাশি এটি চুল ও ত্বকের জন্যও খুবই উপকারী। পেয়ারা পাতা ব্যবহার করলে চুল সংক্রান্ত অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এটি শুধুমাত্র একটি নয়, অনেক উপায়ে ব্যবহার করা যেতে পারে।
চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে পেয়ারা পাতার সঙ্গে মেথি বীজ মিশিয়ে নিন।
এজন্য প্রথমে একটি বড় পাত্রে ২ গ্লাস জল গরম করার জন্য রাখুন। জল গরম হয়ে এলে এতে ২ চামচ মেথি দানা দিয়ে ৪ মিনিট ফুটতে দিন।
এরপর ১০টি পেয়ারা পাতা ধুয়ে মিশিয়ে নিন। দুটোই ভালো করে ফুটিয়ে নিন, যাতে জলের পরিমাণ অর্ধেক হয়ে যায়। এর পরে এটি একটি স্প্রে বোতলে ফিল্টার করুন। ফিল্টার করার পরে, এটি একটি স্প্রে বোতল দিয়ে মাথার ত্বকে স্প্রে করুন।
৩০ মিনিটের জন্য রেখে দিন এবং তারপর স্বাভাবিক জল দিয়ে ধুয়ে ফেলুন।
সিল্কি ও ঝলমলে চুল চাইলে পেয়ারা পাতা তেলে মিশিয়ে লাগাতে পারেন। এজন্য প্রথমে পেয়ারা পাতা ভালো করে ধুয়ে নিন। এবার এই পেস্টে আপনার নিয়মিত তেল মিশিয়ে নিন। চুলের দৈর্ঘ্য অনুযায়ী এর মিশ্রণ তৈরি করুন।
পেয়ারা পাতা চুলের টনিক হিসেবে কাজ করে। ভালো চুলের বৃদ্ধির জন্য এটি প্রয়োগ করতে পারেন। শুধু তাই নয়, অনেকে এটি শুকিয়ে গুঁড়ো আকারে সংরক্ষণ করেন। প্রয়োজনে এর পাউডার দিয়ে তৈরি করা হয় হেয়ার প্যাক।