BY- Aajtak Bangla

টাকলা মাথায় নতুন চুলের বাগান ৭দিনে, নারকেল তেলে ফেলুন এই সস্তার ফুল

14 October, 2024

মুখের সৌন্দর্য বাড়িয়ে দেয় চুল। আর সেই চুল যদি পড়তে দেখেন তাহলে খারাপই লাগবে।

দূষণ, খাদ্যাভ্যাস, জীবনধারা ইত্যাদি বিভিন্ন কারণে চুল নষ্ট হতে থাকে। চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা হারিয়ে যায়।

আর এই চুল পড়া রোধ করতে আপনি কত কিছুই না করে থাকেন।

তবে এই উজ্জ্বলতাকে পুনরায় ফিরিয়ে আনতে সাহায্য করে গাঁদা ফুল।

চুলের স্বাস্থ্যকে উন্নত করতে আপনি নারকেল তেলের সঙ্গে গাঁদা ফুলের পাপড়িকে ফুটিয়ে নিন। এবার ওই তেল স্ক্যাল্পে ও চুলের ওপর প্রয়োগ করুন। এতে মজবুত হবে আপনার চুল।

একই ভাবে আপনি অলিভ অয়েলের সঙ্গেও গাঁদা ফুলের পাপড়িকে ফুটিয়ে নিতে পারেন। এবার ওই তেল দিয়ে স্ক্যাল্পে মালিশ করুন। নিজেই পার্থক্য বুঝতে পারবেন কিছু দিনের মধ্যে।

খুশকির সমস্যাও দূর করতে সহায়ক গাঁদা ফুল। দু কাপ গরম জলে গাঁদা ফুলের পাপড়ি ফুটিয়ে নিন এবং তাতে নিম তেল ও টি ট্রি অয়েল মিশিয়ে চুলে ও স্ক্যাল্পে স্প্রে করুন। কিছু দিনের মধ্যে খুশকির সমস্যা দূর হয়ে যাবে।

চুলের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে আপনি গাঁদা ফুলের মাস্ক ব্যবহার করত পারেন। কলা ও মেথি গুঁড়োর সঙ্গে গাঁদা ফুলের পাপড়িগুলোকে পিষে নিন।

তাতে বাদাম তেল মিশিয়ে চুলের ওপর প্রয়োগ করুন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন।