17 February 2024.
BY- Aajtak Bangla
অল্প বয়সে চুল পড়ছে? মাথায় টাক পড়ে যাচ্ছে? গিজগিজ করছে খুশকি? সব সমস্যা থেকে মুক্তি দেবে তেল।
তবে সপ্তাহে কদিন তেল লাগানো দরকার, তাও জানা জরুরি। ঠিকমতো তেল লাগালেই চুল গজাবে দ্রুত।
বিশেষজ্ঞদের দাবি, চুল যেমনই হোক না কেন, ঠিক রাখতে হলে চুলে তেল লাগাতেই হবে। আর তা নিয়ম করে।
কিন্তু সপ্তাহে ঠিক কতদিন তেল লাগাবেন চুলে, যাতে চুল না ঝরে? খুশকি না হয়? আসুন জেনে নিই।
সপ্তাহে অন্তত ২-৩ বার তেল লাগানো উচিত মাথায়। আপনার যদি তৈলাক্ত ত্বক হয় তাহলে ২ দিন লাগালেও চলবে।
মনে রাখবেন, শ্যাম্পু করার আগে চুলে তেল লাগালে ভালো হয়, এতে মাথার সব ময়লা পরিষ্কার হয়।
শ্যাম্পু করার প্রায় ৩০ মিনিট আগে তেল লাগিয়ে একটু ঘষে নেবেন, এতে রক্তসঞ্চালন বাড়ে। তাতে চুলও গজাবে।
আর খুশকি দূর করতে হলে তেলের সঙ্গে লেবু মিশিয়ে মাথায় মাখুন, মাখতে পারেন আমলকির রসও।
চুলে লাগান ক্যাস্টর অয়েল, নারকেল তেল, এই তেলগুলো চুলের জন্য বেশি উপকারী।