BY- Aajtak Bangla

মেয়েদের শরীরের এই অংশে চুল থাকা শুভ, স্বামীরা চরম সুখী হন অংশে চুল থাকা শুভ, স্বামীরা চরম সুখী হননটান চামড়া, কালো চুল

18 January 2025

অযাচিত চুল বা লোম তোলার জন্য মহিলারা পার্লারে যান। কেউ আবার বাড়িতেই লোম তোলেন। তবে জানেন কি, মহিলাদের শরীরের এই অংশে চুল থাকা শুভ।

সমুদ্রশাস্ত্র মতে, মহিলাদের শরীরের এই অংশে চুল থাকা খুবই শুভ। ভাগ্য বদলে যায়।

জ্যোতিষ মতে, যেসব মহিলার কানে চুল থাকে, তাঁরা ধনবান হন। এঁরা বিলাসবহুল জীবনযাপন করেন। 

যেসব মহিলার হাত-পায়ে চুল থাকে, তাঁদের নানা ওঠাপড়ার মধ্যে পড়তে হয়।

যেসব মহিলার পিঠে চুল থাকে, তাঁরা সাহসী হন। তাঁদের অর্থভাগ্য ভাল হয়। . .

যেসব মহিলার মাথায় ঘন কালো লম্বা চুল থাকে, তাঁরা শুভ হন। চাকরি-ব্যবসায় সাফল্য পান। . .

যেসব মহিলার লম্বা চুল থাকে, তাঁদের বিবাবিত জীবন সুখের হয়।

যেসব মহিলার কানে চুল থাকে, তাঁরা ঈশ্বরের আশীর্বাদ পান।