21 June, 2024

BY- Aajtak Bangla

লাগবে ৪টি তেজপাতা, ৭ দিনে ভয়ঙ্কর লম্বা চুলে ঢাকা পড়বে টাক

চুল পড়ার সমস্যার পাকাপাকি সমাধান খুঁজে ক্লান্ত? কোনও টোটকাই কাজে দিচ্ছে না?

তেজপাতার তেজেই হবে মাথা জুড়ে চুলের চাষ।

সকলের বাড়ির রান্নাঘরেই তেজপাতা থাকে। এই তেজপাতায় যে উপাদানগুলি আছে যা চুলের জন্য উপকারী।

তেজপাতায় ভিটামিন এ ও ভিটামিন সি যা চুল ভালো রাখে। অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ আছে। মাথার খুশকি কমায়, চুলকানি কমায়। চুলের বৃদ্ধিতে সহায়তা করতে সাহায্য করে তেজপাতা। চুলের ফলিকল বৃদ্ধি করে।

এর সঙ্গে নেবেন ১০-১৫ টা লবঙ্গ। 

প্রথমে তেজপাতা ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিন।

এবার একটি ফ্রাইয়িং প্যানে এক কাপ জল নিন। এতে দিন তেজপাতা ও ১০টা লবঙ্গ। লবঙ্গ থেতো করে এর মধ্যে দিন।

এর মধ্যে চা পাতা দিয়ে জলটি ভালো করে ৫ মিনিট ফুটিয়ে নিন। এক কাপ জল হাফ কাপ হলে নামিয়ে নিন।

এরপর এটি ঠান্ডা করে ২ চামচ নারকেল তেল মিশিয়ে এর মধ্যে লেবুর রস দিন। লেবু খুশকির সমস্যা দূর করে। এমনকি উকুনও নাশ করে এই মিশ্রণ।

এরপর পুরো স্ক্যাল্প ও চুলে ভালো করে লাগিয়ে নিন। চুলের দারুণ খাদ্য এটি। ১ ঘণ্টা এই মিশ্রণটি রাখুন।

শেষে ভাতের মাড় ও শ্যাম্পু দিয়ে চুলে লাগিয়ে এটি ধুয়ে নিন। সকলে চুলের দিকে তাকিয়ে থাকবে।