BY- Aajtak Bangla

সামনের দিকে চুল উঠে পুরো টাক, আমিষ এই সবজি ঘষলেই নতুন চুলের জঙ্গল

1 June, 2024

অকালে চুল পড়ার সমস্যায় অনেকেই ভুগে থাকেন।

কখনও কখনও মাথার মাঝখান আবার সামনে থেকেও চুল পড়ে টাক বের হয়ে যায়।

বিভিন্ন কারণে চুল পড়তে পারে। যেমন হরমোনের ভারসাম্য ঠিক না থাকা, খাদ্যাভ্যাসে পরিবর্তন, ধূমপান ও মদ্যপান করা, রাসায়নিক প্রসাধনী ব্যবহার করা ইত্যাদি।

তবে মাথার সামনের দিকে চুল উঠে যদি টাক পড়ে যায় তাহলে খুব বাজে লাগে দেখতে। জেনে নিন কিছু ঘরোয়া টোটকা।

চুলের জন্য পেঁয়াজ খুবই কার্যকরী। পেঁয়াজের রসে থাকে অ্যান্টি অক্সিডেন্ট উপাদানসমূহ। আরও আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য।

স্ক্যাল্পের বিভিন্ন সমস্যা সমাধানে পেঁয়াজ খুবই কার্যকরী। একইসঙ্গে পেঁয়াজে সালফার থাকায় তা চুল ঘন ও লম্বা করতে সাহায্য করে।

পেঁয়াজের রস যদি নারকেল তেলে মিশিয়ে মাখা যায় নিয়মিত তাহলে নতুন চুল গজাবে।

অথবা শুধু পেঁয়াজের রসও লাগাতে পারেন। তারজন্য এক চা চামচ পেঁয়াজের রস নিয়ে যেখানে চুল কম সেখানে লাগান তুলো দিয়ে।

এরপর আলতো করে ম্যাসাজ করুন। ২০ মিনিট পর সালফেট ফ্রি শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে অন্তত দু’বার এটি ব্যবহার করুন।