19 MAY 2025
BY- Aajtak Bangla
উচ্ছে যে রূপচর্চাতেও ব্যবহার করা যায়, সেটা খুব কম লোকই জানেন। ব্যবহারও অনেকেরই অজানা
গরমে বাঙালি বাড়িতে পাতে করলা পড়ে না, এমনটা হতে পারে না।
শুক্তো থেকে পাঁচমিশালি তরকারি, নানা পদে প্রয়োজন করলা। এই সব্জি শরীরের জন্য অত্যন্ত উপকারী।
করলার উপকারিতা সম্পর্কে সকলেরই জানা। তবে উচ্ছে যে রূপচর্চাতেও ব্যবহার করা যায়, সেটা জেনে রাখা জরুরি।
করলায় অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান রয়েছে, যা মাথার ত্বকে অক্সিডেটিভ স্ট্রেসের পরিমাণ কমায়। ফলে চুলও পড়ে কম।
খোসা সহ ছোট ছোট টুকরো করে করলা কেটে বীজগুলো ফেলে দিতে হবে। তার পর ব্লেন্ডারে করলার টুকরো, অল্প নুন আর জল দিয়ে ঘুরিয়ে রস করে নিন।
এই মিশ্রণটি চুলের গোড়ায় ভালো করে মাখতে হবে। করলার রস চুলে মেখে ৩০ মিনিট মতো রেখে, শ্যাম্পু করে নিতে হবে।
সপ্তাহে ২দিন এই শ্যাম্পু মাখলেই কমবে চুল পড়া।
করলা দিয়ে তৈরি এই শ্যাম্পুতে মাথার ত্বকের রক্ত সঞ্চালনও ভালো হবে।