BY- Aajtak Bangla

চিরুনি দিলেই দলা দলা চুল উঠছে? নারকেল তেলে এই মশলা মিশিয়ে মাখুন দেখি

29th July, 2024

সবাই কম বেশি চুলের সমস্যা নিয়ে নাজেহাল। কারও চুল রুক্ষ ও শুষ্ক। কারও আবার অতিরিক্ত চুল পড়তে থাকে।

অনিয়মিত যত্নের ফলে চুল তার জেল্লা হারাতে শুরু করে। এছাড়াও দূষণ ও পারিপার্শ্বিক পরিবেশের প্রভাবেও চুলের বারোটা বাজতে শুরু করে।

অতিরিক্ত চুল উঠে মাথায় প্রায় টাক পড়ে যায়। কিন্তু এই চুলের সমস্যা সমাধানে রান্নাঘরের এক মশলা দারুণ কার্যকর। 

মেথির গুণে চুল পড়ার সমস্যা অনেকটাই কম হতে পারে। এমনকী নতুন করে চুল গজাতে সাহায্য করে এই মেথি। 

চুলের যত্নে মেথির তেলের তুলনা নেই কোনও। এই একটি উপাদান চুলকে যেমন কোমল মোলায়েম করে তোলে।

তেমনই মাথার ত্বককে ভিতর থেকে পুষ্টি যুগিয়ে চুলের গোড়া মজবুত করে। এতে চুল পড়ার সমস্যা দূর হয়ে যায়।

শুধু নারকেল তেলের বদলে যদি তার মধ্যে সামান্য মেথি মিশিয়ে ব্যবহার করেন তাহলে কয়েক গুণ বেশি ভাল ফল পাবেন।

মেথি দিয়ে তেল তৈরি করার জন্য আপনি গোটা মেথি নিতে পারেন কিংবা মেথি গুঁড়া করে নিতে পারেন।

এবার এই মেথি দানা কিংবা তার গুঁড়ো নারকেল তেলের মধ্যে মিশিয়ে নিন।

তারপর সেটাকে রোদে রেখে দিন বেশ কিছুক্ষণের জন্য। অন্ততপক্ষে ৩ থেকে ৪ ঘন্টা রোদে রাখলেই যথেষ্ট। এভাবেই তৈরি হয়ে যাবে মেথির তেল।

মেথির তেল দিয়ে নিয়মিত চুলের যত্ন নিলে এটি যেমন চুলকে সিল্কি করে তোলে তেমনি চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমিয়ে দেয়।