10th March, 2025
BY- Aajtak Bangla
মাথায় টাক পড়া নিয়ে সমস্যায় ভুগতে হয় অনেকেরই। পুরুষের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা দেয়।
চুল পড়তে পড়তে একটা সময় তার ঘনত্ব কমতে থাকে। এরপর চুলের ফাঁক গলে দেখা দেয় টাক।
এমন কিছু উপায় আছে যেগুলো মেনে চললে টাক মাথায় চুল গজাবে সহজেই।
টাক মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে নিমপাতা। জলে নিমপাতা ফুটিয়ে সেই জল ঠান্ডা করে বোতলে রেখে দিন। শ্যাম্পু করার পর এই জল দিয়ে চুল ধোবেন।
পেঁয়াজের রস ব্যবহার করলে তা চুল পড়া কমাতে ও নতুন চুল গজাতে সাহায্য করে। প্রথমে পেঁয়াজটি মিক্সিতে বেটে নিন এরপর সেই বাটা থেকে নিংড়ে রস বার করে মাথায় লাগান। ৭ দিনেই ফল পাবেন।
নতুন চুল গজানোর ক্ষেত্রে কার্যকরী একটি উপাদান হলো মেথি। প্রথমে সারারাত মেথি ভিজিয়ে রেখে পরের দিন বেটে নিন। সেই বাটা মেথি সরাসরি চুলে ব্যবহার করুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
কালোজিরে ও মেথি রোদে শুকিয়ে তা গুঁড়ো করে নারকেল তেলে মিশিয়ে নিতে পারেন। এবার এই তেল ফুটিয়ে ঠান্ডা করে রাখুন। সপ্তাহে তিনদিন মাখলেই সুফল পাবেন।