2  JANUARY, 2025

BY- Aajtak Bangla

স্নানের আগে মাথায় তেল মাখা উচিত? সেলিব্রিটি ডার্মোলজিস্টের টিপস

চুলে তেল লাগানো একটি সাধারণ প্রক্রিয়া যা আমরা ছোটবেলা থেকেই করে আসছি।

চুলে তেল লাগানোর অনেক উপকারিতা রয়েছে। এটি শুধু চুলে পুষ্টি যোগায় না, চুলের স্বাস্থ্যও উন্নত করে।

মানুষ নানাভাবে চুলে তেল লাগায়। কিন্তু অনেকেই আছেন যারা স্নানের আগে তেল লাগিয়ে তারপর চুল ধুয়ে ফেলেন।

কিন্তু এটা করা কি ঠিক? সেলিব্রেটি ডার্মাটোলজিস্ট ডক্টর রশ্মি শেঠি এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, 'যখনই তেল মাখবেন, পরিষ্কার মাথার ত্বকে লাগান।'

স্নানের আগে আমাদের মাথার ত্বক নোংরা হয় এবং তাতে ধুলো থাকে। একই স্ক্যাল্পে তেল লাগিয়ে ঠিকমতো ম্যাসাজ করলে মাথায় তেল ধুলো, ঘাম ও দূষণকে ভেতরে ঠেলে দেবে।

এটা করলে, 'ফলিকুলাইটস' অর্থাৎ মাথার ত্বকে ছোট ছোট পিম্পল তৈরি হয়।

এরফলে আপনার মাথার ত্বকে যে তেল তৈরি হচ্ছে তা চুলের শেষ প্রান্তে পৌঁছাচ্ছে না। এটা চুলের জন্য প্রয়োজনীয়।

আর আপনার চুলও গোড়া থেকে নয় উপর থেকে শুষ্ক হয়ে যায়। তাই চুলে তেল লাগান শেষ পর্যন্ত, শুধু মাথার ত্বকে ম্যাসাজ করবেন না।