BY- Aajtak Bangla

কানে চুল গজায় এমন ছেলেমেয়েদের ভাগ্য কেমন, চরিত্র জেনে নিন

21 January 2025

পুরুষ ও নারীর শরীরের বিভিন্ন অংশে অবাঞ্ছিত লোম থাকে।

অনেকেই অবাঞ্ছিত লোম কেটে ফেলেন। বিশেষ করে, মহিলারা অবাঞ্ছিত লোম তোলেন। এতে সৌন্দর্য বাড়ে।

তবে জানেন কি, শরীরের বিভিন্ন অংশে লোম থাকা ভাল। যা দেখে যে কারও ভাগ্য নির্ধারণ করা যায়।

অনেক ছেলেমেয়েরই কানে চুল গজায়। যার জেরে অনেকেই অস্বস্তিতে পড়েন।

জ্যোতিষ মতে, কানে চুল থাকা অত্যন্ত শুভ। . .

যাঁদের কানে চুল গজায়, তাঁরা অর্থবান হন।  . .

কানে চুল গজানো জাতকরা বিলাসবহুল জীবনযাপন করেন।

এই জাতকরা সবসময় ঈশ্বরের আশীর্বাদ পান।

যেসব মহিলার কানে চুল থাকে, তাঁরা প্রতিভাবান হন।