BY- Aajtak Bangla
10th March, 2025
অনেকেই চুল ও ত্বকের যত্নে বাজার থেকে নামী দামী সেরাম কিনে আনেন। কিন্তু সেটা কাজ দেয় খুব অল্প সময়ের জন্য।
আয়ুর্বেদশাস্ত্রে ক্যাস্টর গাছকে ঔষধি গুণে পরিপূর্ণ বলে মনে করা হয়। এই ক্যাস্টর গাছের বীজ থেকে নিষ্কাশিত তেল নানা ধরনের শারীরিক সমস্যা নিরাময়ে কার্যকর।
ক্যাস্টর অয়েল বা রেড়ির তেলের স্বাস্থ্যগুণ প্রচুর।
নারী-পুরুষ নির্বিশেষে সকলেই খুশকি এবং শুষ্ক চুলের সমস্যায় ভুগে থাকেন। এমন পরিস্থিতিতে চুলে ক্যাস্টর অয়েল লাগিয়ে ম্যাসাজ করলে চুলের শুষ্কতা এবং খুশকির সমস্যা অচিরেই দূর হয়।
এছাড়াও ক্যাস্টর অয়েলের সঙ্গে নারকেল তেল মিশিয়ে চুলে মাখলে চুল বাড়বে কিছুদিনের মধ্যেই।
ক্যাস্টর অয়েলের মধ্যে বিশেষ অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে, যা ত্বকে ছত্রাকের সংক্রমণ এবং ব্রণ সম্পর্কিত সমস্যা দূর করতে সাহায্য করে।
এমন পরিস্থিতিতে ক্যাস্টর অয়েল দিয়ে ত্বকের আক্রান্ত স্থানে ম্যাসাজ করলে ত্বকের সমস্যা দূর হয়।
ক্যাস্টর অয়েলের ময়শ্চারাইজিং গুণাবলী ত্বককে নরম করে। তবে মুখে ক্যাস্টর অয়েল মেখে কিছুক্ষণ রেখে তা ধুয়ে নিতে পারেন। রেন।