30 AUGUST 2024
BY- Aajtak Bangla
টাক ঢাকার চিন্তায় মানুষের আরও টাক পড়ে যাবে। টাক ঢাকতে একমাত্র বাপ এই এক পাতা।
সবাই চায় তাদের চুল ঘন, নরম, কালো ও লম্বা হোক। তবে চেষ্টা করেও ফল আসে না।
অনেকেই আছেন যারা বাজারে পাওয়া দামি পণ্য ব্যবহার করেও চুলে পড়ার সমস্যায় ভুগছেন।
এটি খুবই সহজ এবং চুলের বৃদ্ধির জন্যও খুবই উপকারী।
এই এক পাতা নারকেল তেলে মেশালে ঘন, কালো চুল পাবেন। শুধু খুঁজে কিনে আনতেই যা পরিশ্রম।
চুল পড়া বন্ধ করতে মোক্ষম দাওয়াই কেশুতি পাতা। কেশুতি পাতা কালোকেশী হিসাবে প্রসিদ্ধ।
এই পাতা দিয়ে চুলের রঙ যেমন কালো হয় ও তেমন ঘনও হয়।
স্নানের আগে এই কেশুতি পাতা তুলে নিয়ে সামান্য ফুটিয়ে তার জল মাথায় লাগিয়ে রাখুন।
২০ মিনিট রাখার পর তা শুধু জল দিয়ে ধুয়ে নিন। এটি সপ্তাহে ৩ দিন করলেই সমস্ত সমাধান হবে।
তবে ঠান্ডা লাগার ধাত থাকলে খুব সাবধান। মাথায় ঠান্ডা লেগে সর্দি-কফের সমস্যা হতে পারে।
এমনকি ২৫০ গ্রাম তিলের তেলে, ২৫০ গ্রাম নারকেল তেল একসঙ্গে মিশিয়ে তাতে কেশুতি পাতা বেটে রস মেশান।
কেশুতি পাতা অল্প বাটলেই দেখবেন কালো রস বের হচ্ছে। ভ্রূ হালকা হলে এই রস লাগালে ভ্রূ ঘন হবে।