BY- Aajtak Bangla
06 July, 2025
হস্তরেখা বিশেষজ্ঞদের মতে, ব্যক্তির স্বভাব-চরিত্র তার হাতের লেখা সই থেকে আন্দাজ করা যায়।
যারা নিজেদের সইয়ের নীচে একটি লাইন টানেন, এই ধরণের সই করেন যাঁরা ওই ব্যক্তিরা নিজের প্রতি আত্মবিশ্বাসে পরিপূর্ণ হন। এদের ব্যক্তিত্ব সবার কাছে ঈর্ষনীয়।
যারা দুটি বিন্দু দিয়ে সইয়ের নীচে সই শেষ করেন, তাঁরা রোামান্টিক ধরনের হন। এরা খুব দ্রুত যে কোনও মানুষের সঙ্গে মিশে যেতে পারেন। সেলসে এদের দারুণ দক্ষতা হয়।
সইয়ের নীচে একটি বিন্দু দিলে এই ধরনের লোকেদের সংস্কৃতি শিল্পের দিকে বেশি ঝোঁক থাকে। অন্যদের প্রতি তাদের বিশ্বাস এবং আস্থা সবচেয়ে বেশি আশা করেন।
সইয়ের নীচে যাঁরা কিছুই দেন না, যাদের: এই ধরনের লোকেদের আত্মসম্মান প্রবল, চাকরিতে তাদের বসের কথা খুব একটা শোনেন না।
যাদের নাম লেখা এবং সই করা প্রায় একই রকম, এমন লোকেরা বুদ্ধিমান। এরা কখনওই ঠিক-ভুলের দোটানায় সময় নষ্ট করেন না।
নাম এবং সইয়ের মধ্যে পার্থক্য থাকলে এই ধরনের ব্যক্তির স্বভাব-চরিত্র বোঝা মোটেই সহজ নয়। এরা খুব স্মার্ট। এরা সমস্ত তথ্য, পরিকল্পনাই অধিকাংশ সময় গোপন করে রাখেন।
যাদের সই খুব সুন্দর, ছবির মতো, এরা খুব বড় মনের মানুষ। এরা একটুতেই রেগে যান আবার অল্প সময়ের মধ্যে শান্তও হয়ে যান।
সইয়ের মধ্যেই পুরো নাম: এই ধরনের লোকেরা খুব দয়ালু হন। এরা সব রকমের মানুষের সঙ্গেই মিশতে পারেন। এই ধরনের লোকেদের চিন্তাশক্তি অধাসারণ এবং তাদের ইচ্ছাশক্তিও প্রবল।