BY- Aajtak Bangla

ঘোড়ার নাল ঝুলিয়ে দিন ঘরের দরজায়, ব্যস, রাতারাতি জীবন বদল

6 May 2025

বাস্তুশাস্ত্র মানলে যে কারও ভাগ্য বদলাতে পারে। তাই বাস্তু নিয়ম মানা খুবই জরুরি।  

বাস্তুশাস্ত্রে এমন কিছু কিছু উপায় রয়েছে, যা মেনে চললে জীবন সুখে ভরবে।

তেমনই একটি জিনিস হল ঘোড়ার নাল। ঘরের দরজায় ঘোড়ার নাল ঝোলালে ভাগ্য চমকাবে। কীভাবে? জেনে নিন...

বাস্তু মতে, বাড়ির দরজায় ঘোড়ার নাল ঝোলালে শুভ শক্তির প্রবেশ ঘটে। এতে সব বাধা কেটে যায়। নেতিবাচক শক্তি দূর হয়।

ঘরের মূল দরজায় ঘোড়াল নাল ঝোলালে শনির দশা কেটে যায়।

আবার, কালো ঘোড়ার নাল ঝোলালে আর্থিক সঙ্কট কেটে যায়। কখনও টাকার অভাব হয় না।

কালো ঘোড়ার নাল কালো কাপড়ে মুড়ে আলমারিতে রাখলে অর্থলাভ হয়।

ঘরের দরজায় ঘোড়াল নাল ঝোলালে ব্যবসায়ীরা লাভবান হন। সবসময় সাফল্য পাবেন।