BY- Aajtak Bangla
15 May 2025
হিন্দু ধর্মে হনুমানকে একজন গুরুত্বপূর্ণ দেবতা হিসেবে গণ্য করা হয়। তিনি শ্রীরামের পরম ভক্ত এবং রামায়ণে একটি গুরুত্বপূর্ণ চরিত্র।
হনুমানজিকে সন্তুষ্ট রাখলে জীবনের সব বাধা কেটে যায়। আসে না কোনও সঙ্কট।
হনুমানজিকে খুশি রাখতে স্নান সেরে উঠে একটি বিশেষ মন্ত্র পাঠ করতে হবে।
মাত্র ২৮ বার এই মন্ত্র পাঠ করলেই হবে। তাহলেই জীবনে পরিবর্তন দেখতে পাবেন।
সেই মন্ত্রটি হল- "ওম নমো হনুমতে রুদ্রাবতারায় সর্হবশত্রুসংহারণায় সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা"
তবে এই মন্ত্র মঙ্গলবার পাঠ করতে হবে। তাহলেই সুফল মিলবে।
দিনের যে কোনও সময় স্নান সেরে শুদ্ধ পোশাক পরে এই মন্ত্র পাঠ করতে পারেন।
ছেলে ও মেয়ে উভয়ই এই মন্ত্র পাঠ করতে পারেন। তবে দেখবেন যেন মন্ত্র ভুল না পাঠ করা হয়।
হনুমানজির মন্ত্রপাঠ করলে কোনও শত্রু আপনার ক্ষতি করতে পারবে না। সমৃদ্ধি আসবে জীবনে।