BY- Aajtak Bangla
7th May, 2024
আপনি কি দুঃখী মানুষ? কষ্টের মধ্যে আছেন? তাহলে আপনার জেনে রাখা দরকার, একজন সুখী মানুষের কী কী গুণ থাকে। তিনি কেন সুখী থাকতে পারেন।
সুখী মানুষ কখনও অন্যের ব্যাপারে নাক গলান না। পরনিন্দা পরচর্চা করেন না। তাঁরা চান নিজের জগতে থাকতে।
সুখী মানুষরা বাজে কথায় কান দেন না। বরং উপেক্ষা করেন। সম্মানহানী না হওয়া পর্যন্ত প্রতিবাদ করেন না।
সুখী মানুষ সবসময় কথা কম বলেন। বেশি কথা বললেই বেশি অশান্তি এতে বিশ্বাস করেন তাঁরা।
সুখী মানুষরা সব সময় গরীবদের সাহায্য করেন। তাঁরা সাধ্যমতো সাহায্য করতে পারলে খুশি হন। ।
সুখী যাঁরা হন, তাঁরা হাসেন। তবে পরিমিত। কখনও কোনও কাজে বাড়াবাড়ি করেন না। যেটুকু প্রয়োজন সেটুকুই করে থাকেন।
সুখী মানুষ ঘুম থেকে সকাল সকাল উঠতে ভালোবাসেন। কাজ গুছিয়ে নিতে চান। যাতে শেষবেলা চাপ বেশি না পড়ে।
সুখী মানুষদের অর্থকষ্ট থাকলেও তারা কখনও বিলাসবহুল জীবনযাপনে বিশ্বাস করেন না। তারা চান, নিজের যেটুকু আছে সেটা নিয়েই খুশি থাকতে।