15th March, 2025
BY- Aajtak Bangla
ম্যাগি প্রিয় ছোট থেকে বড় আজও সকলের প্রিয় ম্যাগি নুডলস।
অল্প সময় লাগে খুব অল্প সময়ের মধ্যেই ম্যাগি রান্না হয়ে যায়।
২ মিনিটে ম্যাগি ম্যাগির প্যাকেটে লেখা ও বিজ্ঞাপনেও বলা হয়ে থাকে যে ২ মিনিটে এই নুডলস তৈরি হয়। কিন্তু সত্যিই কি ২ মিনিটে ম্যাগি তৈরি হওয়া সম্ভব।
ম্যাগির জন্য কতটা সময় লাগে আসুন জেনে নিই ঠিক কতটা সময় লাগে ম্যাগি তৈরি করতে।
কী কী লাগবে খুব প্রাথমিকভাবে যদি ম্যাগি তৈরি করেন তাহলে লাগবে ম্যাগি, নুডলস মশলা ও জল।
জল গরম করা প্রথমে গ্যাসে একটি পাত্রে জল গরম করতে হবে। জল ভাল করে ফুটতে কমপক্ষে এক মিনিট সময় লাগে।
ম্যাগি দেওয়া এরপর ম্যাগি নুডলস ভেঙে সেই জলে দিলেন, সেটা নরম হতেই প্রায় ২ মিনিট সময় লাগে।
ম্যাগির মশলা নুডলস নরম হলে তবেই ম্যাগির মশলা দেবেন ও মেশাবেন। এতে আরও কয়েক সেকেন্ড গেল।
শুকনো না ঝোল যদি ঝোল ঝোল খান তাহলে তো নামিয়ে নিলেন আর যদি শুকনো খান তাহলে ঝোল শুকাতে আরও ২ মিনিট।
মোট সময় তাহলে দেখা গেল ম্যাগি তৈরি করতে প্রায় সাড়ে চার মিনিট সময় লাগল।