BY- Aajtak Bangla
25 October 2024
চা না খেলে অনেকেরই দিন শুরু হয় না।
রোজ সকালে তাই অনেকেই খালি পেটে চায়ের কাপে চুমুক দেন।
আর সকাল মানেই তো গরম গরম চা।
আর তা যদি দুধ চা হয়, তা হলে মনটা ফুরফুরে হয়ে যায়।
তবে খালি পেটে রোজ দুধ চা খাওয়া কি ভাল?
বিশেষজ্ঞদের মতে, খালি পেটে দুধ চা খেলেই বিপদ।
খালি পেটে দুধ চা খেলে গ্যাস-অ্যাসিডিটির প্রকোপ বাড়তে পারে।
ক্রনিক গ্যাসট্রাইটিসের সমস্যাও তৈরি হতে পারে।