BY- Aajtak Bangla

নিয়মিত হেডফোনে গান শোনার অভ্যাস, কানে কী হচ্ছে জানেন?

08 Nov,  2024

যাঁরা গান শুনতে ভালোবাসেন তাঁরা দিনের অনেকটা সময় কানে হেডফোন দিয়ে থাকেন। তবে এটি কিন্তু শরীরের উপর বড় প্রভাব ফেলছে।

যে কারণে অনেক তরুণ তরুণীরাও কিন্তু তাদের শ্রবণশক্তি হারিয়ে ফেলছেন। সম্প্রতি, তুর্কিতে এক মহিলার কানে হেডফোন ফেটে তার শ্রবণ ক্ষমতা হারিয়ে ফেলেছেন।

আপনি কি জানেন কানে হেডফোন সবসময় দিয়ে রাখার পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে। যদি আপনি নিজেকে নিরাপদ রাখতে চান, তাহলে তাহলে  WHO-এর এই টিপসগুলি মেনে চলুন।

এমন অনেকেই রয়েছেন, যারা প্রায় সময় রাতে বিছানায় শুয়েই কানে হেডফোন গুঁজে দেন। তারপর তারা ঘুমিয়ে পড়েন। হেডফোন খুলতে ভুলে যান।

আবার অনেকে অফিস যাওয়ার সময় বাসে, ট্রেনে সব সময় কিন্তু কানে হেডফোন লাগিয়ে রাখেন। আবার অনেকে হাঁটতে যান, কিংবা জিমে যান। তখনও হেডফোন কানে গুঁজে রাখেন।

আবার অনেকেই প্রায় সময় কানে হেডফোন দিয়ে গান শোনেন, তবে এগুলির কারণে কিন্তু কানের পর্দা ফেটে যেতে পারে।

WHO এর মতে, বিশ্বজুড়ে বর্তমানে হেডফোন ব্যবহার করার কারণে প্রচুর মানুষ তাঁদের শ্রবণ ক্ষমতা হারিয়েছেন।

বেশিক্ষণ হেডফোন ব্যবহার করার কারণে কানের পর্দার ওপরে চাপ পড়ে। যে কারণে কানের সব থেকে বড় ক্ষতি হয়। আবার অনেকের কানের পর্দাও কিন্তু ফেটে যায়।  

আবার কানে সবসময় হেডফোন ব্যবহার করার কারণে কানে ব্যথা, মাথা ব্যথা, অনিদ্রার মতন সমস্যা হতে পারে। তাই আগেই সাবধান হওয়া সকলের দরকার।  

হুয়ের দাবি, যদি আপনাকে কানে হেডফোন ব্যবহার করতেই হয়, তাহলে কিন্তু একদমই সব সময় ব্যবহার করবেন না। যদি গান শোনেন ভলিউম আসতে করে শোনার চেষ্টা করুন।  

গান শোনার মাঝখানে কিছুক্ষন বিরতি নিন অর্থাৎ কান থেকে হেডফোন খুলে রাখুন। নিয়মিত কান পরিষ্কার করুন।  

যদি কানে কোনও ধরনের সমস্যা হয় তাহলে কিন্তু দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।