28 JULY, 2023
BY- Aajtak Bangla
দুপুরের জাস্ট ৩ অভ্যাস, বুড়ো বয়সেও যৌবন
সকাল এবং রাতের মতো সুস্থ থাকতে দুপুরেও কিছু নিয়ম মেনে চলতে হবে। তা হলে ভিতর থেকে সুস্থ থাকবে শরীর।
সুস্থ থাকার শেষ কথা শুধু ডায়েট আর শরীরচর্চা নয়। সারা দিন কয়েকটি বিষয়ের উপর নজর দেওয়া জরুরি।
অনেকেই সকাল এবং রাতে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলেন। দীর্ঘ দিন সুস্থ থাকতে সেটাই যথেষ্ট নয়।
বরং নিজেকে ফিট রাখতে দুপুরেও কিছু অভ্যাস বদলানো জরুরি।
দুপুরের সময়টা অনেকেরই অফিসেই কাটে। ফলে কাজের ফাঁকে নিজের যত্ন নেওয়ার সময় থাকে না ঠিকই।
কিন্তু আলাদা করে যে সময় বার করতে হবে, বিষয়টি তেমনও নয়। দুপুরে কিছু নিয়ম যদি মেনে চলা যায়, তা হলে ফিট থাকা সহজ হবে।
সময় নিয়ে খাওয়া - সকালে অফিসে আসার আগে তাহাহুড়ো থাকলেও চিন্তা থাকে না। ফলে জলখাবারে যাই থাক, শান্ত হয়ে বসে খাওয়া যায়।
হাঁটাচলা করা - শুধু সকালবেলা ঘুম থেকে উঠে ব্যায়াম কিংবা হাঁটহাঁটি করলে চলবে না। দুপুরেও খাবার খাওয়ার পর একটু হাঁটাহাঁটি করা জরুরি।
ঘুম - অফিসে বসে ঘুমোচ্ছেন, এ দৃশ্য বিরল। কিন্তু সুস্থ থাকতে নিজের জন্য এটুকু করা জরুরি।
Related Stories
পাঁচফোড়নে কোন কোন মশলা আছে? অভিজ্ঞ রাঁধুনিরাও জানেন না
গলায় আটকে মাছের কাঁটা, বের করার সহজ উপায়
পুরুষ মানুষ সফল হয় কোকিলের এই গুণে, জানুন
বাড়িতে দেবী লক্ষ্মীর কৃপা চান? এই ৩ জিনিস মেনে চলুন