18 January 2024
BY- Aajtak Bangla
অর্জুন গাছের ছাল খুবই উপকারী একটি ভেষদ উপাদান।
এই বাকল খেলে শরীর নানা রোগের থেকে মুক্তি পেতে পারে।
এই গাছে ট্যানিন, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম মত উপাদান থাকে।
অর্জুনের ছালের উপকারিতে-
শীতে সর্দি-কাশির সমস্যা দূর করতে অর্জুনের ছালের তৈরি ক্বাথ খেলে উপকার পাবেন।
এই পাতার ছাল খেলে ডায়াবেটিসের সমস্যা দূর হবে।
অর্জুনের ছাল খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে।
এতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি থাকায় হাড়কে মুজবুত রাখে।
অর্জুন গাছের ছালের তৈরি চা খেলে পিরিয়ডের ক্র্যাম্পের সমস্যা দূর হবে।
এই গাছের ছাল খেলে হজম ভাল হবে।
ফ্যাটি লিভারের সমস্যা দূর করতে খান অর্জুন গাছের ছাল।