BY- Aajtak Bangla

গায়ে লাগলে চুলকায়, বিছুটি পাতায় সারতে পারে অনেক রোগ

26 OCTOBER, 2024

বিছুটি পাতা শুনলেই আমরা আঁতকে উঠি। বিছুটি পাতা গায়ে লাগলে চুলকায়।

তাই বিছুটি পাতা থেকে আমরা সকলেই দূরে থাকি। তবে এই পাতা আমাদের শরীরের জন্য দারুণ উপকারী।

আয়ুর্বেদ এবং চরক সংহিতাতে বিছুটি পাতার নানা গুণাবলীর কথা বলা হয়েছে।

বিছুটি পাতায় রয়েছে ফ্যাট, পটাশিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম, খনিজ পদার্থ। যা শক্তি জোগায়।

ব্যাকটেরিয়ার হাত থেকে রেহাই দেয় বিছুটি পাতা।

বিছুটি পাতার ব্যবহারে রক্তাল্পতা, পেটের রোগ সেরে যায়।

শ্বাসকষ্ট, ডায়াবেটিসের সমস্যা থেকে রেহাই দেয় বিছুটি পাতা।

বিছুটি পাতার গুঁড়ো ভিজিয়ে রেখে তাতে মধু মিশিয়ে খেলে রক্তাল্পতার ঝুঁকি কমে।

বিছুটি পাতার চা খেলে বাতের ব্যথা সেরে যায়।