19 February, 2025

BY- Aajtak Bangla

বয়স বাড়লেও তরুণ থাকবেন ভেতর থেকে, খান এই ফুলের বড়া 

বসন্তেই পাওয়া যায় শিমূল ফুল। এই ফুল সাধারণত তার রুপ ও রঙের জন্য বিখ্যাত।

তবে শুধু রং নয়, এর মধ্যে রয়েছে আরও অনেক কার্যকারিতা, যা জানলে অবাক হবেন আপনিও।

এই ফুলের বড়া খেলে বাড়ে পুরুষত্ব। আরও অনেক গুণ রয়েছে এই ফুলের।

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়ার জন্য শিমুল ফুলের সবজি খান, উপকার পাবেন।

পীঠের ব্যথা দূর করতে এই ফুলের ভূমিকা দারুণ।

এই ফুল রক্ত পরিস্কারের কাজ করে থাকে, শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়।

এতে রয়েছে অ্য়ান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য যা ফোড়া, চিকেন পক্স জাতীয় সমস্যার সমাধান করে।

মুখে বলিরেখা দূর করতে, আজই ব্যবহার করতে শুরু করুন শিমুল পাতা ও ফুল।