BY- Aajtak Bangla

ডেকে আনবে কোলেস্টেরলের সর্বনাশ, ওষুধ ছেড়ে খান এই ফুলের চা

10th April, 2024

নীল রঙের এই ফুলটি দেখতে অনেকটাই দীঘল চোখের মতো। শিবের পুজোয় বিশেষভাবে এই ফুল ব্যবহার করা হয়।

নীল রঙের এই ফুলটির নাম অপরাজিতা। শিবের পুজোর পাশাপাশি এই ফুল একাধিক রোগ প্রতিরোধ করে থাকে।

এই ফুল, লতা, পাতা, শিকড়ে এমন কিছু উপাদান রয়েছে যা মানব শরীরে ম্যাজিকের মতো কাজ করে।

অপরাজিতার নীল চা পলিফেনল ও ফ্লাভোনোয়েড যৌগ লিভার এনজাইমের মাত্রা কমাতে সাহায্য করে। তাই লিভারের সুরক্ষায় অসাধারণ ভূমিকা পালন করে অপরাজিতার ফুলের চা।

অপরাজিতা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। যার ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে অপরাজিতা।

অপরাজিতায় থাকা অ্যান্থোসায়ানিন মানব দেহে ফ্রি রেডিক্যাল তৈরিতে বাধা দেয়, যা ক্যানসার প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে।

অনিদ্রা রোগের চিকিৎসায় অপরাজিতাকে ব্যবহার করে থাকেন চিকিৎসকরা। কারণ এই ফুল স্মৃতিশক্তিবর্ধক হিসেবে কাজ করে।

এটি রক্তে ট্রাইগ্লিসারাইডস, কোলেস্টেরল ও এলডিএলের পরিমাণ কমায়।