BY- Aajtak Bangla

কথায় কথায় অ্যান্টিবায়োটিক খান? লিভারের বড় ক্ষতি ডাকছেন নাতো?

2 December, 2023

অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহার আপনাকে মারাত্মক অসুস্থ করে তুলতে পারে। WHO-এর সাম্প্রতিক এক গবেষণা অনুযায়ী, নতুন পরিসংখ্যান বেশ অবাক করার মতো।

জ্বর বা সর্দি-কাশির সময় প্রায়শই মানুষ অ্যান্টিবায়োটিক ব্যবহার করে। কাশি-সর্দি, শরীর ব্যথা, জ্বর বা অ্যালার্জির সময় মানুষ অ্যান্টিবায়োটিক ব্যবহার করে।

আপনিও যদি এমন কিছু করেন, তাহলে এবার সতর্ক থাকুন। কারণ WHO-এর সাম্প্রতিক গবেষণা বেশ ভীতিকর।

এই ওষুধের অত্যধিক ব্যবহার 'অ্যান্টি-মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স'-এর কারণে মহামারির চেয়েও বড় হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে।

'অ্যান্টি মাইক্রো-বায়াল রেজিস্ট্যান্স' অর্থাৎ AMR বিশ্বে প্রতি বছর ৫০ লাখ মানুষকে হত্যা করে।

 এ অবস্থা চলতে থাকলে ২০৫০ সালের মধ্যে মৃতের সংখ্যা ১ কোটি ছাড়িয়ে যাবে।

কোভিড মহামারিতে ৩ বছরে ৭০ লাখ লোক মারা গেছে। AMR-এর কারণে এক বছরে মারা গেছে ১ কোটি মানুষ।

ব্যাকটেরিয়া মারার জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। কিন্তু যদি কোনো ব্যক্তি বারবার অ্যান্টিবায়োটিক ব্যবহার করে, তবে ব্যাকটেরিয়া সেই ওষুধের বিরুদ্ধে তাদের প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে।

 এর পরে এটি ঠিক করা খুব কঠিন হয়ে পড়ে। একে বলে অ্যান্টি-মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স।

এমন পরিস্থিতিতে সঠিকভাবে চিকিৎসা না করলে লিভারে টক্সিন জমতে শুরু করে। সেই সঙ্গে লিভারের ক্ষতি হওয়ার আশঙ্কাও বেড়ে যায়। এটি ফ্যাটি লিভার দিয়ে শুরু হয়। এবং ধীরে ধীরে তা সিরোসিস-ফাইব্রোসিসে পরিণত হয়।

শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার। এর ওজন প্রায় ১.৫ কেজি। লিভারের কাজ শরীরের ময়লা ফিল্টার করা, অর্থাৎ লিভার আপনার শরীরকে ডিটক্সিফাই করার কাজ করে।

ভাজা এবং মশলাদার খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। জাঙ্ক এবং রিফাইন্ড সুগার খাওয়া এড়িয়ে চলা উচিত। সঠিক সময়ে এসব নিয়ন্ত্রণ না করলে ফ্যাটি লিভারের রোগ হতে পারে।

 ফ্যাটি লিভার রোগের কারণ- স্থূলতা, হাই কোলেস্টেরল, ডায়াবেটিস, থাইরয়েড, স্লিপ অ্যাপনিয়ার মত সমস্যা দেখা দেয়।