BY- Aajtak Bangla
5th April, 2024
আমাদের চারপাশে এমন গাছ রয়েছে যেগুলি কার্যকরী ওষুধ হিসাবে কাজ করে।
সেরকমই একটি গাছ হল গাঁজা। অনেকেই এই গাছের নাম শুনলে ভুরু কুঁচকান। কিন্তু এই পাতাতেই রয়েছে অনেক রোগের উপসম।
কিন্তু মানুষ এই গাছটিকে নেশার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শুরু করেছে। এই কারণে সাধারণ মানুষের মধ্যে এই ঔষধি গাছটির গুরুত্ব হারিয়েছে।
তবে এই গাঁজা গাছের পাতা যে এতটা উপকারী তা না জানলে বিশ্বাস হবে না।
কোনও ব্যক্তির মানসিক ভারসাম্য সংক্রান্ত সমস্যা থাকে, তাহলে গাঁজা পাতা তাদের জন্য খুবই উপকারী।
যদি এই পাতা পিষে পেস্ট তৈরি করে মানসিক ভাবে অসুস্থ ব্যক্তির পায়ের তলায় মালিশ করা হয় তাহলে খুব উপকার হয়।
এই গাছের বীজে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন। এই বীজ হার্টকে সুস্থ রাখতেও সাহায্য করে।
যদি কারোর ঘুমের সমস্যা থাকে তাহলে গাঁজা পাতা বেটে পায়ের পাতায় লাগালেও ভালও ঘুম হবে।
তবে এই পাতা কোনও রকম খাবারের সঙ্গে ব্যবহার করবেন না। অতিরিক্ত পরিমাণে ব্যবহার তা শারীরিক ক্ষতির কারন হতে পারে।