18 April, 2024

BY- Aajtak Bangla

মাথার ঘাম হেলমেটে লাগবে না, দুর্গন্ধও হবে না; ৫ উপযোগী টিপস

গরম কালে বাইকের হেলমেট পরলে মাথা ঘেমে যায়। দুর্গন্ধ বেরোয়।

বাইক চালাতে গেলে হেলমেট বাধ্যতামূলক। গরমে কষ্ট হলেও খুলে রাখার প্রশ্নই নেই।

শুধু পুলিশের হাত থেকে বাঁচতে নয় যাত্রীদের নিজেদের সুরক্ষার জন্যও হেলমেট পরা উচিত।

গরমে হেলমেটের যথাযথ রক্ষণাবেক্ষণ করা উচিত। না হলে স্বাস্থ্যহানি হতে পারে। 

তাই হেলমেট এবং চুল বাঁচাতে এই পদ্ধতি মেনে চলুন। দীর্ঘকাল স্থায়ী হবে হেলমেট।

সপ্তাহে অন্তত একবার বাইক পরিষ্কার করার সময় হেলমেটও পরিষ্কার করে নিন।

হেলমেট পরিষ্কার করার জন্য অনেক স্প্রে পাওয়া যায়। এছাড়াও, সাবান জলে গুলে নিন। স্পঞ্জ বা সুতির কাপড় দিয়ে ভালও করে মুছে নিন। 

হেলমেটের ভিতরে থাকা ধুলো ও নোংরা গুলোকে ভালও করে পরিষ্কার করে নিন। যাতে কোনও দুর্গন্ধ না হয়।

মাথার ঘাম হেলমেট যাতে না লাগে তাই মাথায় রুমাল বেঁধে নেওয়া ভাল। এতে হেলমেটের ভিতরে ভিজে যাবে না। 

সূর্যের তাপ থেকে বাঁচতে সামনের কাঁচ যত্নে রাখুন। চোখকে রোদ, ধুলো, বালি থেকে বাঁচায় হেলমেটের কাঁচ। 

হেলমেট থেকে ঘামের গন্ধ দূর করতে বেকিং সোডা দিয়ে পরিষ্কার করুন।