BY- Aajtak Bangla

হেনা লাগানোর আসল নিয়ম জানেন? চুল হবে গোড়া থেকে মজবুত করার ট্রিকস   

8 APRIL, 2025

অনেকেই চুলে কেমিক্যাল রং করতে পছন্দ করেন না। তাই এর বদলে হেনা ব্যবহার করেন।

তবে বার বার হেনা ব্যবহার করলে চুল রুক্ষ ও নিষ্প্রাণ হয়ে যায়।

কিছু উপায় আছে যেভাবে হেনা ব্যবহার করলে, চুলে হবে জেল্লাদার।

পরিমাণ মতো হেনা সারা রাত জলে ভিজিয়ে রাখুন। সকালবেলা এর মধ্যে পাকা কলা মিশিয়ে শুকনো চুলে লাগান।

মিশ্রণটি ভাল করে চুলে মাখিয়ে এক ঘণ্টা পরে শ্যাম্পু করে ফেলুন।

এছাড়াও হেনার সঙ্গে আমলকী বাটা ও মেথি গুঁড়ো মিশিয়ে একটি প্যাক বানিয়ে ব্যবহার করুন। 

এক ঘণ্টা প্যাকটি চুলে রেখে দিয়ে শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন।

হেনা গুঁড়োর সঙ্গে শিকাকাই গুঁড়ো মিশিয়ে সারা রাত ভিজিয়ে রেখে দিন।

 সকাল বেলা ওই মিশ্রণটির মধ্যে একটা ডিম ফাটিয়ে ভাল করে মিশিয়ে চুলে ব্যবহার করলে, চুল আরও সতেজ ও মসৃণ হয়ে ওঠে।