BY- Aajtak Bangla
4 JUNE, 2024
কয়েকটি ঘরোয়া উপায় রয়েছে, যার মাধ্যমে কোনও রকম খরচা ছাড়াই চুলে বিভিন্ন রং করতে পারেন।
আপনার যদি বাদামী রং পছন্দ হয়, তাহলে হেনার সঙ্গে কফি মিশিয়ে চুলে লাগান। দারুণ রং আসবে।
চুলে বেগুনি রং করতে চাইলে, গাজরের রস চুলে লাগান। যদি রং খুব গাঢ় করতে চান, তাহলে বিটের রস মাখতে পারেন। তবে মেখে ১ ঘণ্টার বেশি সময় থাকতে হবে।
চুল রং করার ক্ষেত্রে লেবুও বেশ কার্যকরী। চুলে হালকা বাদামি রং করতে চাইলে, লেবু ব্যবহার করুন। লেবু রং আনতে, একটু বেশি সময় লাগিয়ে দেয়।
আখরোটের খোসা অনেকদিন ধরে চুলে রং ধরে রাখতে সাহায্য করে। এর জন্যে আধ ঘণ্টা আখরোটের খোসা সিদ্ধ করতে হবে।
ঠাণ্ডা হওয়ার পর চুলে মাখুন। কিছুক্ষণ রেখে ভাল করে ধুয়ে ফেলুন। দারুণ রং আসবে।
মেহেন্দি অর্থাৎ হেনা খুব ভাল চুল রং হয়। বাদামী রং আসে হেনা লাগালে। সেই সঙ্গে এটি চুলের কন্ডিশনার হিসাবে কাজ করে।