BY: Aajtak Bangla 

হোলিতে ভেষজ আবির তৈরির পদ্ধতি

3 MARCH 2023

সামনেই দোলযাত্রা 

প্রতি বছর দেশজুড়ে পালিত হয় রঙের উৎসব। 

 বাজারজাত রং পাওয়া যায় 

বর্তমানে হোলিতে বহুবিধ বাজারজাত রং পাওয়া গেলেও আবিরই এই উৎসবের আসল। 

ত্বক ও পরিবেশের জন্য ক্ষতিকারক

 আবিরের সঙ্গে এখন বিভিন্ন রাসায়নিক ও সিন্থেটিক রঞ্জক মেশানো থাকে। যা, ক্ষতিকারক। 

বাড়িতেই বানিয়ে ফেলুন ভেষজ আবির

ভেষজ আবির পরিবেশবান্ধক। জানুন বাড়িতে ভেষজ আবির বানানোর পদ্ধতি। 

 হলুদ আবির 

কাঁচা হলুদ শুকিয়ে তৈরি করুন আবির। হলুদ গাঁদা ফুল মিশিয়েও সহজে বানানো যায় আবির। 

লাল আবির 

জবা ফুল শুকিয়ে গুঁড়ো করে লাল আবির বানাতে পারেন। লাল চন্দনের গুঁড়ো এর সঙ্গে মিশিয়ে বা আলাদা করেও তৈরি করতে পারেন। 

গোলাপী আবির 

বিট ছোট ছোট করে কেটে শুকিয়ে নিন এবং বানিয়ে ফেলুন গোলাপী আবির। গোলাপ ফুল শুকিয়েও সহজেই এটি বানানো যায়। 

কমলা আবির

কমলা গাঁদা ফুল কিংবা পলাশ ফুল শুকিয়ে গুঁড়ো করে, সামান্য ট্যালকম পাউডার মেশালেই কমলা আবির তৈরি হবে। 

নীল আবির

নীল রঙের আবির তৈরি করতে আপনি ব্যবহার করতে পারেন অপরাজিতা ফুলের গুঁড়ো। 

সবুজ আবির 

সবুজ রঙের আবির তৈরি করতে হেনা পাউডার ব্যবহার করতে পারেন। নিমপাতা শুকিয়ে গুঁড়ো করে বাড়িয়ে আবির তৈরি করা সম্ভব। 

এসেন্সিয়াল অয়েল মেশাতে পারেন

ফুড কালার ব্যবহার করেও ভিন্ন রঙের আবির তৈরি করা যায় । মেশাতে পারেন সামান্য এসেন্সিয়াল অয়েল। 

 দোল ও হোলির তারিখ

এই বছর দোলযাত্রা পড়েছে ৭ মার্চ (বাংলায় ২২ ফাল্গুন) এবং হোলি পড়েছে ৮ মার্চ। 

সামনেই হোলি বা দোলযাত্রা। প্রতি বছর দেশজুড়ে পালিত হয় রঙের উৎসব। দোলযাত্রার জন্য সারা বছর মুখিয়ে থাকেন প্রায় সকলে। বর্তমানে হোলিতে বহুবিধ বাজারজাত রং পাওয়া গেলেও আবিরই এই উৎসবের আসল। তবে আবিরের সঙ্গেও এখন বিভিন্ন রাসায়নিক ও সিন্থেটিক রঞ্জক মেশানো থাকে। যা ত্বক ও পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক। এই সমস্যা এড়াতে বাড়িতেই বানিয়ে ফেলুন ভেষজ আবির।