BY- Aajtak Bangla
11th August, 2024
দৈনন্দিন জীবনে বাসন মাজার জন্য বেশিরভাগ মানুষই ভরসা করেন বাজার চলতি সাবান বা লিকুইড সাবানের ওপর। কিন্তু এগুলো স্বাস্থ্যের জন্য ভাল নয়।
বাসন মাজার সাবানে প্যারাফিন ও সালফেট থাকে, যা ক্যানসারের ঝুঁকি বাড়ায়। তাই বাসন মাজার সাবানের বদলে পুরনো দিনের টিপসে কাজে লাগাতে পারেন।
বেকিং সোডাতে যেকোনও ধরনের দাগ-ছোপ দূর হয়। বাসন পরিস্কার করার ক্ষেত্রেও এর জুড়ি মেলা ভার। স্পঞ্জের মধ্যে বেকিং সোডা ও জল দিয়ে বাসন মাজলেই তা চকচক করবে।
সাবান বাজারে আসার আগে মধ্য়বিত্ত বাড়িতে বাসান মাজার জন্য ছাই ছিল একমাত্র উপায়। এতে বাসন পরিস্কার তো হয়ই, সেই সঙ্গে বাসনে খাবারের গন্ধও থাকে না একটুও।
ছাইয়ে সামান্য গরম জল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এবার এই পেস্ট দিয়ে ভালো করে বাসন ঘষে মেজে নিন।
তারপর জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন। এতে দেখবেন বাসন চকচকে পরিষ্কার দেখাচ্ছে আগের থেকে বেশি। লাল লাল করে ভেজে নিন।
পোড়া বাসন পরিষ্কার করতে আজও ছাইয়ের থেকে সেরা কোন জিনিস হয় না।
লবণ একটি শক্তিশালী ডিশওয়্যার ক্লিনার, যা আপনার পাত্র এবং প্যানে আটকে থাকা খাবারের অবশিষ্টাংশ স্ক্রাব করার জন্য উপযুক্ত।
একটি পাত্রে লবণ এবং জল একত্রিত করুন তারপর ভালো করে মিশিয়ে নিন। এরপর স্পঞ্জ দিয়ে বাসন মেজে নিন। বাসন সুন্দরভাবে পরিষ্কার হবে।