BY- Aajtak Bangla

চন্দ্রমল্লিকা ঝাঁকড়া হবে, প্রচুর ফুলও আসবে, রইল নার্সারির সেরা টিপস

18 NOV, 2024

শীতকালে ছাদবাগানে নানা বাহারি ফুলগাছ লাগানো যায়। তার মধ্যে অন্যতম হল চন্দ্রমল্লিকা।

চন্দ্রমল্লিকা গাছ যত ঝাঁকড়া ও ঘন হবে, তত ফুল ফুটবে আর দেখতে তত ভাল লাগবে৷

সামান্য যত্নেই ছোট্ট গাছ ভরে থাকবে নানা রঙের ফুলে। জেনে নিন টিপস।

চন্দ্রমল্লিকা গাছ লাগানোর পর ডগা ছেঁটে দিন বা প্রুনিং করে দিন৷। তাহলে গাছটি ঝাঁকড়া হয়ে বাড়বে৷।

প্রুনিংয়ের পর গাছের চারপাশে যে ডালপালা বার হবে, সেগুলিও ছেঁটে দিন।

সপ্তাহে একদিন সর্ষের খোল পচিয়ে দিন চন্দ্রমল্লিকা গাছের গোড়ায়৷ একদম ছোট অবস্থায় চারাগাছে বেশি সার দেবেন না৷

বড় হলে ডিএপি দিতে পারেন। এছাড়াও গাছ রক্ষা করতে কীটনাশক স্প্রে করতে পারেন মাঝে মাঝে। 

 ৮ ইঞ্চির টবে বসান চন্দ্রমল্লিকা গাছ৷ এই গাছে বৃষ্টির জল বেশি লাগতে দেবেন না। পচে যাওয়া পাতা, কুঁকড়ে যাওয়া পাতা কেটে ফেলে দিন৷

চন্দ্রমল্লিকা গাছে কুঁড়ি ফুটে গেলে সার দেওয়া বন্ধ করুন। সার বেশি দিলে ফুলের স্থায়িত্ব বেশিদিন হবে না।