25 December, 2023
BY- Aajtak Bangla
নখ দেখেই কিছু কিছু স্বাস্থ্য সমস্যা বলে দেওয়া সম্ভব। একেবারে নিশ্চিত না হলেও, কিছুটা হলেও আন্দাজ করা যেতে পারে।
নখ থেকেই লিভার, ফুসফুস এবং হার্টের সমস্যার প্রাথমিক ইঙ্গিত মিলতে পারে।
ফ্যাকাশে নখ: এটি বিভিন্ন কারণে হতে পারে। যেমন ট্রমা, অ্যানিমিয়া, পুষ্টির ঘাটতি, হার্ট বা কিডনি রোগ, এমনকি বিষক্রিয়া থেকে হতে পারে।
সাদা নখ: যদি নখের সম্পূর্ণটা সাদা ও কানা গাঢ় রঙের হয়, তা হেপাটাইটিস, জন্ডিস জাতীয় লিভারের সমস্যার লক্ষণ হতে পারে।
হলুদ নখ: ছত্রাকের সংক্রমণ থেকে নখ হলুদ হতে পারে। নখ বেশি মোটা এবং ভঙ্গুর হয়ে যেতে পারে। কিছু ক্ষেত্রে হলুদ নখ থাইরয়েড, ফুসফুসের রোগ, ডায়াবেটিস বা সোরিয়াসিসের লক্ষণ
নীলচে নখ: নীলচে নখের অর্থ শরীর পর্যাপ্ত অক্সিজেন পাচ্ছে না। এটি এমফিসেমা জাতীয় ফুসফুসের সমস্যার লক্ষণ হতে পারে।
ঢেউ খেলানো নখ: এটি সোরিয়াসিস বা আর্থ্রাইটিসের প্রাথমিক লক্ষণ হতে পারে। নখ বিবর্ণ হয়ে যায় এবং নখের নিচের ত্বক লালচে-বাদামী দেখায়।
ফাটা নখ: শুকনো, ভঙ্গুর নখ থাইরয়েডের ভারসাম্য বিঘ্নিত হওয়ার লক্ষণ হতে পারে। ছত্রাকের সংক্রমণের কারণে হলুদ বর্ণের সাথে একত্রে ফাটল বা বিভক্ত হওয়ার সম্ভাবনা বেশি।
নখের মাঝে কালো দাগ: একে মেলানোনিচিয়া বলা হয়। মেলানিনের কারণে হয়। ত্বকের ক্যান্সার, সংক্রমণ বা আঘাত সহ বেশ কয়েকটি সম্ভাব্য কারণ রয়েছে।
এক চিলতে নখ থাকা: নখ কামড়ানো থেকে এটি হয়। এটি অবসেসিভ-কমপালসিভ ডিসঅর্ডারের লক্ষণ হতে পারে।