2 June, 2024
BY- Aajtak Bangla
BY- Aajtak Bangla
আশি-নব্বইয়ের দশকে, ট্রাউজার অনেক বেশি ঢিলে ফিটিংয়ের হত। সঙ্গে আরও একটি বিশেষত্ব ছিল।
সেটা হল, আগে প্রায় প্রত্যেকেরই ট্রাউজারের সামনে এমন ভাঁজ বা প্লিট থাকত।
শুধুই ফ্যাশান নয়। এই প্লিট বা ভাঁজের কিছু কারণও ছিল।
আসলে আগে সবাই কিছুটা উঁচুতে, নাভির কাছে ট্রাউজার পরত। যাকে বলা হয় হাই ওয়েস্ট।
প্লিটের মাধ্যমে কোমরের তলার অংশটা একটু লুজ করা হত। এতে ওঠা-বসা, হাঁটা-চলায় সুবিধা হয়।
শুধু তাই নয়। অনেকেরই তলপেটে হালকা মেদ বা ভুঁড়ি থাকে। এমন প্লিট দেওয়া প্যান্ট পরলে পেটে চাপও কম লাগে।
ইদানিং আবার প্লিট দেওয়া প্যান্টের ফ্যাশান ফিরছে। ছেলেদের পাশাপাশি মেয়েরাও এমন ট্রাউজার পরছেন।
ফরমাল শার্ট বা পোলে শার্টের সঙ্গে এমন প্লিটেড ট্রাউজার ভাল লাগে। সঙ্গে পায়ে ফরমাল শু বা লোফার্স।
তাই পরের বার ফরমাল ট্রাউজার কেনার সময়ে এমন একটা কিনতেই পারেন। তবে কোমরটা যাতে একটু উঁচুতে হয়, সেটা দেখে নেবেন। এগুলি একটু হাই-ওয়েস্ট-ই পরে।