30th October, 2024
BY- Aajtak Bangla
ছাদ বাগানে জবা গাছের শখ থাকবে না এমন মানুষ খুঁজে পাবেন না। লাল, হলুদ জবায় ভরবে গাছ, তা দেখতে কত ভাল লাগে।
কিন্তু দিনরাত পরিশ্রম করেও জবা গাছে ফুল ফুটছে না। তবে মাত্র দুটি উপাদানেই তৈরি হবে সার, তাও আবার সস্তায়।
এই সার দিলেই জবা গাছ ভরে উঠবে ফুলে ফুলে। তাহলে শিখে নিন সেই সার তৈরির পদ্ধতি।
কী করে বানাবেন এই সার? জেনে নিন দক্ষ মালির 'সিক্রেট রেসিপি'। আপনার ছাদ বাগানের গাছেদের স্বাস্থ্য ভাল রাখার জন্য রইল কিছু টিপসও।
একটি সসপ্যানে ৫০০ মিলি জল এবং দুই চা চামচ চা পাতার গুঁড়ো যোগ করুন।
জল ফুটে গেলে এই জল ঠান্ডা হতে দিন এবং তারপর এক লিটার জল যোগ করুন ওই তরলে। এই জলই গাছের মাটিতে যোগ করুন।
এই সহজ ঘরোয়া প্রতিকার আপনাকে দ্রুত আপনার জবা গাছটির বৃদ্ধি করতে সাহায্য করবে।
আপনার যদি একটি ছোট জবা গাছের চাড়া থাকে তবে মিশ্রণটি প্রস্তুত করার সময় মাত্র এক চা চামচ চায়ের গুঁড়া যোগ করুন তাতে।
প্রতিটি গাছের জল সহনশীলতার ক্ষমতা বিভিন্ন। জবাগাছ ভাল ভাবে বেড়ে উঠতে উপযুক্ত পরিমাণে জল প্রয়োজন।
খুব বেশি বা খুব কম জল যোগ করা নেতিবাচকভাবে গাছের সামগ্রিক বৃদ্ধিকে প্রভাবিত করতে পারে।
প্রতি ছয় মাসে জবা গাছের মাটি পরিবর্তন করা একটি ভাল উপায়। এটি ফুল ফোটাতে সহায়তা করে।