2 AUGUST, 2024
BY- Aajtak Bangla
জবা গাছ বাড়িতে লাগান কমবেশি সকলেই। ঠাকুরকে দেওয়ার জন্য বাড়ির ব্যালকনি, বাগান বা ছাদেও সবচেয়ে বেশি লাগানো হয়ে থাকে জবা গাছ।
তবে অনেকেরই অভিযোগ ঝরে পড়ছে জবা গাছের কুঁড়ি।
জবা গাছ বর্ষায় প্রচুর ফুল দেয়। কিন্তু আপনার জবা গাছে যদি ফুল না আসে, তবে কৃষি বিজ্ঞানীদের এই পরামর্শগুলি নিতে পারেন।
নানা কারণে জবা গাছের কুঁড়ি ঝরে যেতে পারে। সবচেয়ে বেশি হয় চোষক পোকার আক্রমণে। এক্ষেত্রে দেখা যায় চোষক পোকা রস চুষে খাওয়ার ফলে বোঁটার থেকে ঝরে পড়ছে কুঁড়ি। অনেক সময় কুঁড়ি কালোও হয়ে যায়। মাকড়ের আক্রমণেও এরকম হয়।
এর থেকে বাঁচতে নিমতেল ব্যবহার করুন। ১ লিটার জলে ১০ ফোঁটা নিম তেল মিশিয়ে স্প্রে করে নিন। সপ্তাহে ১ বার করে করলেই হবে।
মনে রাখবেন, গাছ টবে বসানো মানেই হল তাতে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে। মাসে অন্তত একবার গাছে সার দিন। বাজার থেকে মিশ্র সার কিনে নিয়ে গাছের মাটিতে একমুঠো দিতে পারেন। চাইলে হাঁড় গুড়ো, সিং কুচি, নিম খোল ও সরষের খোল সমপরিমাণে মিশিয়ে সেই মিশ্রণও এক মুঠোর সামান্য কম দিতে পারেন ১০ থেকে ১২ ইঞ্চির গাছের টবে।
এছাড়া বাজরচলতি রাসায়নিক খাবার ১ লিটার জলে ১ চামচ মিশিয়ে গাছের পাতায় স্প্রে করতে পারেন মাসে ২ বার।
জবা গাছ গরমের গাছ। তাই রোদ খুব পছন্দ করে। তাই এটিকে এমন জায়গায় রাখুন যাতে সারাদিন সূর্যের আলো এসে গাছের উপর বসে। কড়া রোদে গাছ ফেলে রাখলেও কোনও সমস্যা নেই, শুধু নিয়ম করে জল দিলেই হবে। খুব কম যত্নেই জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া সম্ভব।
অনেক সময় মানুষ তাদের বাগানে এমন জায়গায় জবা ফুল লাগায়, যেখানে উৎপাদন ক্ষমতা খুবই কম। এমন জায়গায় পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও আয়রনের ঘাটতি থাকে, সেক্ষেত্রে প্রাকৃতিক সারের মাধ্যমেও এসব দূর করা যায়।
কলার খোসা প্রাকৃতিক বৃদ্ধি এবং জবা ফুলের জন্য ব্যবহার করা যেতে পারে। এর জন্য কলার খোসা ছোট ছোট টুকরো করে কেটে সারারাত জলে রেখে দিন। তারপর কলার খোসার জল গাছের গোড়ায় দিয়ে দিন। এটি পটাসিয়ামের একটি চমৎকার উৎস। এর ফলে প্রাকৃতিক বৃদ্ধির পাশাপাশি গাছে ফুলও আসবে।
পাশাপাশি পেঁয়াজের খোসা এবং চা পাতা ব্যবহার করেও দারুণ উপকার পাওয়া যায়। এর জন্য ঘরে তৈরি চা-পাতা ও পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে জলে ফুটিয়ে দিন এবং সকালে গাছের গোড়ায় দিয়ে দিন। এই তরল সারের অনেক গুণ রয়েছে।
জবা গাছের গোড়ায় কাঠের গুড়ো দিতে পারেন। এটি এক ধরনের প্রাকৃতিক ছত্রাকনাশক। গাছের গোড়ায় মাসে দু’বার দিলে লাল লাল জবা ফুলে ভরবে গাছ।